Monday, December 8, 2025
HomeScrollহাইপারটেনশনের সমস্যা থাকলে সতর্ক করবে Apple!
Apple

হাইপারটেনশনের সমস্যা থাকলে সতর্ক করবে Apple!

২২২৯ জনের উপর পরীক্ষা চালানো হয়েছে!

ওয়েব ডেস্ক : অ্যাপল (Apple) তাদের ব্যবহারকারীদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার জন্য নতুন উদ্যোগ গ্রহণ করেছে। হাইপারটেনশনের (Hypertension) মতো গুরুতর স্বাস্থ্য সমস্যাগুলি নজরদারিতে রাখতে অ্যাপল নতুন প্রযুক্তির উপর কাজ করছে। এর ফলে ব্যবহারকারীরা তাদের রক্তচাপের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করতে পারবেন এবং সামান্য পরিবর্তনেও সতর্ক হবেন। এই উদ্যোগের মাধ্যমে অ্যাপল তাদের স্মার্টফোন ও ওয়াচের মাধ্যমে স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করবে, যা ভবিষ্যতে আরও উন্নত ও সঠিক স্বাস্থ্য নজরদারি করতে সক্ষম হবে।

অ্যাপলের তরফে জানানো হয়ছে, অ্যাপল ওয়াচে (Apple Watch) রয়েছে হার্ট রেট সেন্সর৷ সেটিকেই অ্যানালাইজ করেই হাইপার টেনশনের নোটিফিকেশন পাঠাতে থাকবে অ্যাপল ওয়াচ ৷অ্যাডাম ফিলিপস নামে অ্যাপেলের একজন কার্ডিওলজিস্ট এই ফিচারটি ডেভেলপ করতে সাহায্য করেছেন বলে জানা গিয়েছে। এ নিয়ে অ্যাডাম জানিয়েছেন, চিকিৎসা বিজ্ঞান, মেশিন লার্নিংকে কাজে লাগিয়েই এই ফিরাচারটিকে তৈরি করা হয়েছে। তিনি জানিয়েছেন, ২২২৯ জনের উপর পরীক্ষা চালানো হয়েছে ৷ তাতে তিনি খউশি বলেই জানিয়েছেন। এই ফিচারটি চালু করার জন্য একবার অ্যাপেল ওয়াচের সঙ্গে অ্যাপেল হেল্থ অ্যাপ কানেক্ট করতে হবে ৷

আরও খবর : শীতে এই ৫ সবজি বাঁচাবে জটিল রোগ থেকে!

এই নতুন পদ্ধতি ব্যবহারকারীদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে, বিশেষত যারা আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। নিয়মিত স্বাস্থ্য পরামর্শ ও চিকিৎসার পাশাপাশি এই প্রযুক্তি আরও সঠিক তথ্য সরবরাহ করে রোগ প্রতিরোধে সাহায্য করতে পারে। অ্যাপলের এই প্রচেষ্টা প্রমাণ করে যে তারা প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে অনবরত কাজ করে যাচ্ছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News